Friday, March 1, 2019

thumbnail

দেবী - হুমায়ূন আহমেদ ( Debi full movie by Humayan Ahmed)

দেবী - হুমায়ূন আহমেদ
দেবী - হুমায়ূন আহমেদ 

হুমায়ূন আহমেদের অত্ত্যন্ত পাঠকপ্রিয় এবং একইসাথে সমালোচক প্রিয় 'মিসির আলি' সিরিজের প্রথম বই দেবী। যারা মিসির আলির সাথে কম-বেশী পরিচিত তারা সবাই জানেন, মিসির আলি কাজ করেন লজিক বা যুক্তি নিয়ে। কিন্তু 'মিসির আলি' সিরিজের বইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হল, প্রকৃতির রহস্যময়তা যা কোন যুক্তি মানে না। এই বইটিও তার ব্যতিক্রম নয়। বইটির কেন্দ্রীয় চরিত্র রানু। গল্পটি শুরু হয় এক মাঝ রাতের বর্ণনা থেকে। রানু কিছু অস্বাভাবিক অস্তিত্বের উপস্থিতি টের পেতে থাকে, যার বাস এই মর্ত্যে নয়। অন্য কোন ভুবনে। রানুর স্বামী, আনিস, ব্যাপারটি নিয়ে বেশ বিচলিত বোধ করেন। রানুর এই অস্বাভাবিকতাকে অসুস্থতা ধরে নিয়ে আনিস সমস্যা সমাধানের জন্যে মিসির আলির শরণাপন্ন হন। মিসির আলি রানুর প্রচণ্ড ইএসপি ক্ষমতা টের পেয়ে তার ব্যাপারে আগ্রহী হয়ে উঠে। এভাবেই গল্পের কাহিনী এগোতে থাকে।
দেবী - হুমায়ূন আহমেদ
দেবী - হুমায়ূন আহমেদ




Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About