Showing posts with label Entertainment news bangla. Show all posts

Tuesday, April 9, 2019

thumbnail

রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় চার আসামি রিমান্ডে

রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় চার আসামি রিমান্ডে
রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় চার আসামি রিমান্ডে
ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহম্মেদ এর আদালতে পাঁচ আসামিকে হাজির করে সাতদিন করে রিমান্ড চায় সোনাগাজী মডেল থানা পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে দেওয়া চার আসামি হলেন আলাউদ্দিন, কেফায়েত উল্লাহ, নূর হোসেন ও শহীদুল ইসলাম। এ মামলায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনকে আদালতে হাজির করা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, পুলিশ আটক সাতজনের মধ্যে ছয় জনকে ফেনী জেলা জজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। বিচারক চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া আটক একজনকে জিজ্ঞাসাবাদর জন্য সোনাগাজী মডেল থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

গত শনিবার সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন দিলে তিনি গুরুতর দগ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে লাইফসাপোর্টে রাখা হয়েছে।

নুসরাত ওই অধ্যক্ষর বিরুদ্ধে দায়ের করা শ্লীলতাহানির মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষর স্বজনরা তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করে বলে পরিবারের অভিযোগ। নুসরাত ওই কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গিয়েছিলেন।

Thursday, March 28, 2019

thumbnail

কঙ্গনাকে দিয়ে জোর করে সফট পর্ন বানানোর চেষ্টা, পরনে ছিল না অর্ন্তবাসও, Entertainment World

কঙ্গনাকে দিয়ে জোর করে সফট পর্ন বানানোর চেষ্টা, পরনে ছিল না অর্ন্তবাসও
কঙ্গনাকে দিয়ে জোর করে সফট পর্ন বানানোর চেষ্টা, পরনে ছিল না অর্ন্তবাসও
কঙ্গনা রানাওয়াত মানেই স্পষ্ট কথা। তিনি কখনও কোনও কথা চেপে রাখেন না। যা মনে তাই মুখে। আর এই সত্যি কথা বলার জন্যই তাঁর হাত থেকে অনেক কাজও চলে গিয়েছে। তবুও নিজেকে বদলাননি তিনি। ২০০৬ সালে 'গ্যাংস্টার'-এর হাত ধরেই তাঁর বলিউডে আসা। এর আগে আদিত্য পাঞ্চালির সঙ্গে তাঁর কিছু একটা সম্পর্ক ছিল। যা নিয়ে কানঘুষো চলছিল। তখন কঙ্গনা নিজেই সবার সামনে খুলে দেন আদিত্যর মুখোশ।

সেই রকম ভাবেই কঙ্গনার দাবি তিনি চাইলে খুলে দিতে পারেন বলিউডের অনেকের মুখোশ। সদ্য এক সাক্ষাৎকারে সেন্সর বোর্ডের প্রাক্তন কর্তা পহেলাজ নিহালনির নামে বিস্ফোরক কথা বললেন তিনি। কেরিয়ারের শুরুর দিকে পহেলাজ নাকি কঙ্গনাকে একটি ছবি অফার করেছিলেন। তার জন্য কোনও অন্তর্বাস ছাড়া সিল্কের পোশাক পরে ফোটোশুট করার জন্য জোর করেছিলেন। সেই ফোটোশুট করতে নাকি বাধ্য হয়েছিলেন কঙ্গনা।

এক সাক্ষাত্কারে কঙ্গনা জানান, আই লভ ইউ বস নামের একটা ছবি করার অফার করেছিলেন পহেলাজ। মধ্যবয়সী বসের সঙ্গে যুবতী একটি মেয়ের সম্পর্কের গল্প। ফোটোশুটে একটা সিল্কের পোশাক দিয়েছিলেন। কোনও অন্তর্বাস ছাড়া সেটা পরে ফোটো তুলতে হয়েছিল। কিন্তু গল্পটা সফট পর্ন মনে হয়েছিল। তাই কাজটা করেননি তিনি। ফোটোশুট করতে বাধ্য হলেও ছবিটা করেননি।

Wednesday, March 27, 2019

thumbnail

ধর্মীয় জীবনযাপন বেছে নিলেন চিত্রনায়িকা আন্না, Ananya chose to live a religious life

ধর্মীয় জীবনযাপন বেছে নিলেন চিত্রনায়িকা আন্না, Ananya chose to live a religious life
ধর্মীয় জীবনযাপন বেছে নিলেন চিত্রনায়িকা আন্না, Ananya chose to live a religious life
এক সময়ের চিত্রনায়িকা আন্না চলচ্চিত্র ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি এখন ধর্ম-কর্ম নিয়ে জীবনযাপন করছেন। তিনি বলেন, আমি আল্লাহর পথে চলছি। আমি আর অভিনয় কিংবা নাচ, কোনোটাতেই কাজ করব না। সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি। আল্লাহতায়ালার এবাদত বন্দেগিতেই নিজেকে ব্যস্ত রাখছি। এর পাশাপাশি আমার ব্যবসায় সময় দিচ্ছি। আন্না বলেন, আল্লাহর পথে থেকে ঈমানের সঙ্গে যাতে মৃত্যুবরণ করতে পারি, সকলের কাছে এই দোয়া চাই।

উল্লেখ্য, আশরাফ আন্না ২০০৬ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন। এদিকে সিনেমা থেকে বিদায় নিয়ে বেশ কয়েক জন নায়িকা ধার্মিক জীবনযাপনে নিজেকে সঁপে দিয়েছেন। প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী শাবানা চলচ্চিত্র ছেড়ে একেবারে লোকচক্ষুর অন্তরালে চলে যান। ধর্মীয় জীবনযাপন বেছে নিয়েছেন।

এক সময়ের বহুল সমালোচিত নায়িকা ময়ূরী নিজেকে পুরোপুরি বদলে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করেছেন। সংসার করার পাশাপাশি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর কাজ করছেন।

About