Thursday, May 2, 2019

thumbnail

‘ভিন্নধর্মী’ নির্মাণের ব্রত নিয়ে ফের পরিচালনায় মিলন



নিজের চিত্রনাট্যে অভিনেতা আনিসুর রহমান মিলন ১৯৯৯ সালে প্রথম নাটক নির্মাণ করেছিলেন। পরের বছর আরেকটি নাটক নির্মাণ করেন। তারপর দীর্ঘ বিরতি, অভিনয়ে মনোযোগী হয়ে কেটে গেছে অনেকটা সময়। হঠাৎ দীর্ঘ দেড় যুগ পর, ২০১৮ সালে একটি টেলিফিল্ম বানান। নতুন খবর হলো, নির্মাণে নিয়মিত হতে চান মিলন। সেই ভাবনা থেকে এবং ভিন্নধর্মী নির্মাণের ব্রত থেকেই এই সিদ্ধান্ত। ইতোমধ্যে ‘আব্বা উকিল ডাকবো?!’ নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করেছেন।

২ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে প্রিয়.কমের সঙ্গে আলাপকালে সাত পর্বের ওই ধারাবাহিক নির্মাণের বিষয়ে কথা বলেন আনিসুর রহমান মিলন। পরিচালনার পাশাপাশি নাটকটির একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।

তিনি বলেন, ‘দর্শকদের ভালোলাগাকে প্রধান্য দিয়েই নাটকটি নির্মাণ করা হচ্ছে। আর আমার কাছে মনে হয়, অভিনয়ের চেয়ে নির্মাণে তুলনামূলক চ্যালেঞ্জটা বেশি। আর আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সেটা চরিত্র নির্বাচনের ক্ষেত্রেই বলি, কিংবা আমার ক্যারিয়ারের কথাই বলি। নির্মাণে কাজ করে নতুন মাত্রা পাওয়া যাবে বলে মনে হয়। সেখান থেকেই নির্মাণে আগ্রহী হওয়া।’

মিলন বলেন, ‘একজন অভিনেতা তো শুধু একটি চরিত্রই তার মধ্যে দেখে, একটা কাজের সময়। কিন্ত একজন নির্মাতাকে এক সঙ্গে আট-দশটা চরিত্র নিয়ে ভাবতে হয়। একসঙ্গে এতোগুলো চরিত্র দেখতে পারাটাও আমার কাছে অসাধারণ মনে হয়।’

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন বিপ্লব হায়দার। ঈদুল ফিতরের সাতদিন টানা প্রচার হবে বেসরকারি এশিয়ান টিভিতে।

এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আমিরুল হক, মম, ফারুক আহমেদ, আ খ ম হাছান, নাজিরা মৌ, ওয়াহিদ ইকবাল মার্শাল, শবনম পারভিন ও সুমিসহ আরও অনেকে। ঢাকার অদূরে পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা কমেডি নাটক বলতে সাধারণত নাটকের মধ্যে আমরা গল্পটা খুঁজে পাই না। আরেকটা বিষয় হলো আগে কমেডি নাটকে বিভিন্ন পরিস্থিতি তুলে ধরে দর্শকদের আনন্দ দেওয়া হতো। কিন্তু এখন সেটা অনেক কমে গেছে। আমার ধারণা এ নাটকে সেটা পাওয়া যাবে। আর পূর্ণাঙ্গ একটা গল্প আছে।’

সম্প্রতি মিলন ‘ইন্দুবালা’ ও ‘ডনগিরি’ ছবির কাজ শেষ করেছেন। আর ‘লীলাবতী’ নামে আরেকটি ছবির শুটিং চলছে। পাশাপাশি ব্যস্ত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্র গাঙচিলের কাজ নিয়ে।

প্রিয় বিনোদন/রুহুল
ট্যাগ: নির্মাণ আনিসুর রহমান মিলন ঢাকা

Wednesday, April 10, 2019

thumbnail

Join our team and earn 50 - 200 usd every month

EVERY DAY LIST 

****** Belacam বিশেষ ঘোসনা *******

আপনি যদি আমাদের সাথে কাজ করেন তাহলে, প্রতিমাসে ২০০ usd ইনকাম করতে পারবেন। আপনাকে সাঠিকভাবে প্রতিদিন কাজ করতে হবে। আপনার ইনকাম আপনি প্রতিমাসে bkash এর মাধ্যামে নিতে পারবেন।

আপনি নতুন হলেপ্রথমে https://bit.ly/2G9tlmW  একাউন্ট করুনএকাউন্ট করা খুবই সহজ" "Google Crome" বা "Firefox" browser Open করে https://bit.ly/2G9tlmW সাইটে যানআপনার জিমেইল একাউন্ট দিয়ে একাউন্ট খুলুন

নিয়ম

০১আপনার একাউন্ট লিংক-টি আমাদের "ফেইসবুকবা "ব্লগ সাইটেসাবমিট করুন আমরা আপনাকে আমাদের গ্রুপে join করে নিবো

০২আপনার Site Open করে , আমাদের List-এর প্রত্যেক লিংকে ক্লিক করে Follow করবেন, Follow একবারই করতে হবে

০৩আপনাকে প্রতিদিন কমপক্ষে 03-টি পোস্ট করতে হবে. ( যেকোনো "News  Site" এর পোস্ট Copy করে সামান্য পরিবর্তন করেপোস্ট করবেন , প্রতিটি Post যেন ইউনিক হয় অর্থাৎ একই Post পুনরায় করবেন না )

০৩আমাদের List-এর প্রত্যেক লিংকে ক্লিক করেপ্রতি তিনটি পোস্টে Love () Click করতে হবেইহা প্রতিদিন অবশ্যই করতে হবে

০৪. Love Sine () - করার টাইম প্রতিদিন রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত |

০৫যে তিনটি পোস্টে love (করলেনউক্ত পোস্টে Comment করবেন প্রত্যেক Comment  Unique করবেন  অর্থাৎ একই Comment পুনরায় করবেন না

০৬পরপর ২দিন কাজ না করলেআপনাকে ডিএক্টিভ করা হবে

** উপরের নিয়মে প্রতিদিন কাজ করলে প্রতি মাসে কমপক্ষে ৫০ - ২০০ usd ইনকাম করতে পারবেন

Note: If you face any problem please contact our 

Belacaom: https://www.belacam.com/user/clktoearn

FB Page: https://www.facebook.com/freeonlineearning001

Tuesday, April 9, 2019

thumbnail

রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় চার আসামি রিমান্ডে

রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় চার আসামি রিমান্ডে
রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় চার আসামি রিমান্ডে
ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহম্মেদ এর আদালতে পাঁচ আসামিকে হাজির করে সাতদিন করে রিমান্ড চায় সোনাগাজী মডেল থানা পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে দেওয়া চার আসামি হলেন আলাউদ্দিন, কেফায়েত উল্লাহ, নূর হোসেন ও শহীদুল ইসলাম। এ মামলায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনকে আদালতে হাজির করা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, পুলিশ আটক সাতজনের মধ্যে ছয় জনকে ফেনী জেলা জজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। বিচারক চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া আটক একজনকে জিজ্ঞাসাবাদর জন্য সোনাগাজী মডেল থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

গত শনিবার সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন দিলে তিনি গুরুতর দগ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে লাইফসাপোর্টে রাখা হয়েছে।

নুসরাত ওই অধ্যক্ষর বিরুদ্ধে দায়ের করা শ্লীলতাহানির মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষর স্বজনরা তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করে বলে পরিবারের অভিযোগ। নুসরাত ওই কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গিয়েছিলেন।

Tuesday, April 2, 2019

thumbnail

বিয়ের আগেই মা হতে যাচ্ছেন এমি - Amy is going to be a mother before marriage

বিয়ের আগেই মা হতে যাচ্ছেন এমি - Amy is going to be a mother before marriage
বিয়ের আগেই মা হতে যাচ্ছেন এমি
ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতে এমি জ্যাকসনের প্রতিপত্তি আর ঝলকানির কথা তো কারও অজানা নয়। এবার তিনি আলোচনায় এলেন একটি ভিন্ন খবর নিয়ে।

আর তা হলো, নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন।  পোস্টে এমি জ্যাকসন লিখেছেন, আমি ছাদে উঠে গোটা বিশ্বকে চিৎকার করে এই খবরটা জানাতে চাই। আর আজকের দিনটা মাতৃদিবস হিসেবে যথার্থ আমার কাছে।

আমি ইতিমধ্যেই পৃথিবীর অন্য সবকিছুর থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছি। আমার ছোট্ট লিব্রা  তোমাকে দেখার জন্য আমাদের আর তর সহ্য হচ্ছে না। এ বছরের ১ জানুয়ারি হবু বর জর্জ  পেনিইয়টের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী।

Monday, April 1, 2019

thumbnail

এবার মুস্তাফিজের সাথে প্রিয়াঙ্কার বিজ্ঞাপন !

bangla all entertainment news, Bangla Entertainment News, Bangla News

সমতলের থেকে মালভূমি বড়। মালভূমির থেকে পর্বত বড়। পর্বতের থেকে এভারেস্ট বড়। এভারেস্টের থেকে আকাশ বড়। আকাশের থেকে মহাকাশ বড়। আর এর থেকেও বড় কী? বিজ্ঞাপন !

আর সেই বিজ্ঞাপনের স্টাররা তার থেকেও বড়। একটা নয় হাজারখানেক উদাহরণ আছে, তবে এখন একটার কথাই বলছি। অ্যাপি ‘ফিজ’, একটা ঠাণ্ডা পানীয়। বিজ্ঞাপনে রয়েছেন ‘হট’ প্রিয়াঙ্কা। বেশ দাপিয়েও বেড়াচ্ছে। কিন্তু দাপাদাপি আরও বাড়ল একটা নামে। কী নাম? কাটার মুস্তাফিজ।

‘ফিজ’। হ্যাঁ, ওর ইয়ার্কার আর ব্লক হোল বোলিংয়ে ব্যাটসম্যানরা ‘ফিজ’ হয়ে যায়। আর বাংলদেশ তোলপাড় এই বিজ্ঞাপনেই। বিজ্ঞাপনে কোথাও কোনও অংশে বাংলাদেশি সেনসেশনকে খুঁজে পাওয়া যায় না।

কিন্তু যেভাবে তাঁকে বসিয়ে দেওয়া হয়েছে, তা ডক্টর হলেও, এই বিজ্ঞাপন নিয়েই মাতামাতি চলছে ভারত জুড়ে। এই বিজ্ঞাপনে কাটার মাস্টার মুস্তাফিজের গায়ে থাকা টাইগার দলের জার্সি এবং হায়দ্রাবাদের জার্সি পড়া ছবি ব্যবহার করে প্রিয়াঙ্কা মাতেন ঠাণ্ডা পানীয় অভিনয়ে।জি-নিউজ


thumbnail

জীবিকার তাগিদে কি করছেন অঞ্জু ঘোষ, জানলে অবাক হবেন !!

জীবিকার তাগিদে কি করছেন অঞ্জু ঘোষ, জানলে অবাক হবেন !!
জীবিকার তাগিদে কি করছেন অঞ্জু ঘোষ, জানলে অবাক হবেন !!

বাংলা সিনেমায় একসময় যাদের বিশাল আধিপত্য ছিল, ছিল অসাধারণ অভিনয় দক্ষতা আর তুমুল জনপ্রিয়তা, সেই সুপারহিট নায়িকাদের একজন হচ্ছেন অঞ্জু ঘোষ। জনপ্রিয়তা আর রুপালি পর্দার মোহ থেকে এখন তিনি অনেক দূরে।

জীবিকার তাগিদে এখনো কাজ করেন কলকাতার যাত্রাপালায়। বয়সের কারণে আগের মতো মুখ্য চরিত্রে আর অভিনয় করতে পারছেন না। মা, খালা জাতীয় ভূমিকায় দেখা যায় তাকে। যে কারণে রুজি-রোজগার কমে গেছে। থাকেন সল্ট লেক রোডে। জানান অঞ্জুর ঘনিষ্ঠ এক সূত্র। চলতি বছরের মে মাসে ঢাকার কয়েকজন সাংবাদিক কলকাতায় অঞ্জু ঘোষের সঙ্গে দেখা করেন। ঢাকার চলচ্চিত্র জগৎ ও চলচ্চিত্রকারদের সম্পর্কে জানতে চান তিনি। দিতি, চাষী নজরুল ইসলাম, বুলবুল আহমেদ, শহীদুল ইসলাম খোকন, মোহাম্মদ হান্নান, শিবলী সাদিক, আহমদ জামান, আওলাদ হোসেন মারা গেছেন জেনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছু সময় আনমনা থাকেন।

অঞ্জু ঘোষ বলেন, ‘কলকাতার চেয়ে ঢাকার চলচ্চিত্রের সময়টা অনেক বর্ণিল আমার কাছে। দীর্ঘ ১৬ বছর কাজ করেছি নিজ দেশের ছবিতে। সময়মতো ঘুম আর খাওয়া দাওয়া নেই। আজ কক্সবাজার তো কাল মানিকগঞ্জের ঝিটকায়। পরশু আবার এফডিসিতে। সে কি যে এক আকাশ পাতাল ব্যস্ততা ছিল আমার। চিত্রালীর বেলাল আমার ঘুমের ছবি তুলে ছাপিয়ে দিল। আওলাদ ছায়াছন্দে আমার হাঁটুর উপরে শাড়ি পরা ছবি ছাপিয়ে লিখে দিল দেশীয় চলচ্চিত্রে অশ্লীলতার আগমন। এখনো সেই সময়গুলো মনে করে নস্টালজিয়ায় আক্রান্ত হই।

আহমেদ জামান চৌধুরী, হীরেন দে, ইমরুল শাহেদ ছিলেন আমার অভিভাবকতুল্য। তাদের আশীর্বাদে অভিনেত্রী অঞ্জু হতে পেরেছি। বিখ্যাত এইচ এম ভি কোম্পানি গোল্ডেন ডিস্ক দিয়ে সম্মান জানাল আমাকে।’ অঞ্জু ঘোষ বলেন, ‘দেশ ছাড়ার কোনো ইচ্ছা ছিল না আমার। স্বল্প সময়ে ক্যারিয়ারের রমরমা অবস্থা দেখে অনেকেই আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে।

মানে ফিল্মি পলেটিক্সের শিকার হই আমি। তাই বাধ্য হয়েই কলকাতায় স্থায়ী হই।’ দেশে খুব একটা আসেন না এবং আসারও ইচ্ছা নেই অঞ্জু ঘোষের।

১৯৯৬ সালে কলকাতায় পাড়ি জমান তিনি। সেখানকার মঞ্চ ও ছবিতে নিয়মিত হন। ভারতেও জনপ্রিয়তা অর্জন করেন। প্রথমে ‘বেদের মেয়ে জোসনা’ ছবিতে অভিনয় করেন।

এই ছবিটি সেখানে যেদিন মুক্তি পায় সেদিনই মুক্তি পেয়েছিল বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের ‘হাম’ ছবিটি। কিন্তু ‘বেদের মেয়ে জোসনা’ ছাড়িয়ে গিয়েছিল ‘হাম’ ছবির ব্যবসাকে।

অঞ্জুর ছবিটি দেখে অমিতাভ বচ্চন তার অভিনয়ের প্রশংসা করেছিলেন। সেখানে অঞ্জু-তাপস জুটি খুব জনপ্রিয় ছিল। কলকাতায় প্রায় দুডজন ছবিতে কাজ করেন।

২০০৮ সাল পর্যন্ত যাত্রাপালায় অঞ্জুর ব্যাপক চাহিদা ছিল। ২০০৪ সালের পর থেকে কলকাতার ছবিতেও চাহিদা কমলে যাত্রামঞ্চেই নিয়মিত হন তিনি। নামিদামি যাত্রাপালায় নিয়মিত অভিনয় করেন তিনি। এর মধ্যে বিশ্বভারতী অপেরা উল্লেখযোগ্য। এই সংগঠনে জয়ন্ত

কুমার, তরুণ রক্ষিত, সমর গঙ্গোপাধ্যায়, মিস কোয়েল, প্রশান্ত সরকারের মতো খ্যাতিমান যাত্রাশিল্পীর সঙ্গে অভিনয় করেন অঞ্জু।
বিশ্বভারতীর ‘পদ্মাপাড়ের পদ্মিনী’ যাত্রার মুখ্য ভূমিকায় অভিনয় করে সুনাম কুড়ান তিনি।

২০০২ সালে বিয়ে করেন যাত্রাশিল্পী সঞ্জীবকে। ২০০৬ সালে বিয়ে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে প্রায় নিঃসঙ্গ জীবনযাপন শুরু করেন। মঞ্চেই মনোযোগ দেন।

দেশে খুব একটা আসা হয় না তার। সূত্রটি জানায়, ১৯৮৫ সালে তার ‘রু’ আদ্যাক্ষরের প্রেমিক এক চিত্রনায়ক অন্যত্র বিয়ে করলে ভেঙে পড়েন অঞ্জু।

ওই বছরেই জেদের বশে বিয়ে করেন চিত্রপরিচালক এফ কবির চৌধুরীকে। সে বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর অঞ্জুর জীবনে ছিল শুধুই হতাশা। তার ছবিও ব্যবসায়িকভাবে ব্যর্থ হতে থাকে।

১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জোসনা’ মুক্তি পেয়ে ব্যবসাসফল হলে আবার আশার আলো দেখতে থাকেন তিনি। কয়েকটি মাত্র ছবি ব্যবসা করলেও আগের মতো ক্রেজ ছিল না তার।

প্রেমঘটিত নানা স্ক্যান্ডালে জড়িয়ে তার ফিল্মি ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়। ১৯৯৫ সালে সাইদুর রহমান সাইদ অঞ্জুকে নিয়ে ‘নেশা’ শিরোনামে একটি ছবি নির্মাণ শুরু করেন।

কিন্তু কাজ অসমাপ্ত রেখেই ১৯৯৬ সালে কলকাতা চলে যান অঞ্জু। সূত্র জানায়, এরপর হাতেগোনা মাত্র কয়েকবার দেশে আসেন তিনি।

অঞ্জুর প্রকৃত নাম অঞ্জলি ঘোষ। ফরিদপুরের ভাঙ্গায় তার জন্ম। স্বাধীনতার আগে ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার হয়ে যাত্রায় নৃত্য পরিবেশন করতেন ও গাইতেন।

১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চনাটকে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেন। তখন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মুসলিম হলে নিয়মিত নাটক করতেন তিনি।

দুবাইওয়ালা, রিকশাওয়ালা, সাতভাই চম্পা, রূপবানসহ প্রচুর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মঞ্চায়িত নাটকে অভিনয় করেন এবং একশ্রেণির দর্শকের কাছে রীতিমতো ক্রেজে পরিণত হন তিনি।

তার সঙ্গে এসব নাটকে জুটি বেঁধে অভিনয় করেন চট্টগ্রামের আরেক জনপ্রিয় অভিনেতা পংকজ বৈদ্য। যিনি পরবর্তীতে সুজন নামে ‘উজান-ভাটি’সহ বেশ কটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

চট্টগ্রামের মঞ্চনাটকে একচ্ছত্র আধিপাত্য ছিল অঞ্জু-পংকজ বৈদ্য জুটির। ১৯৮২ সালে চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরী চলচ্চিত্রে আনেন তাকে।

নির্মাণ করেন ‘সওদাগর’ শিরোনামের একটি ছবি। বেশ খোলামেলা হয়ে ওই ছবিতে অভিনয়ের কারণে একশ্রেণির দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন অঞ্জু ঘোষ।

এরপর এই নির্মাতার আরও কয়েকটি ছবিতে এ ধরনের অভিনয় করে সমালোচিত হন। ঢালিউডে প্রায় অর্ধ শতাধিক ছবিতে অভিনয় করেন অঞ্জু ঘোষ।


Friday, March 29, 2019

thumbnail

তুলসী পাতার স্বাস্থ্য উপকারিতা, Natural Health & Skin Care Tips

তুলসী পাতার স্বাস্থ্য উপকারিতা
Natural Health & Skin Care tips, তুলসী পাতার স্বাস্থ্য উপকারিতা
তুলসীপাতা বাঙালী এবং ভারতীয়দের কাছে খুবই চেনা একটি গাছের পাতা। তুলসীপাতা পুজোর জন্য ব্যবহৃত হয়। কিন্তু তুলসীপাতা আপনাকে বহু অসুখ থেকে রক্ষা করে আপনাকে এই আবহাওয়ার পরিবর্তনের বিভিন্ন সংক্রামক রোগ থেকে বাঁচিয়ে রাখবে। তাই জেনে নিনি তুলসীপাতার কিছু মহার্ঘ্য উপকার।

জ্বরঃ
তুলসীপাতা সবথেকে বেশি যে অসুখের হাত থেকে আপনাকে রক্ষা করবে তা হল জ্বর। চায়ে তুলসীপাতা সেদ্ধ করে সেই পাণীয় যদি পান করেন, তবে ম্যালেরিয়া, ডেঙ্গু প্রভৃতি অসুখ থেকে রক্ষা পেতে পারেন। আপনার পরিবারের কারুর জ্বর হলে তাকে তুলসীপাতা এবং দারুচিনি মেশানো ঠান্ডা চা পান করালে জ্বর সেরে যাবে দ্রুত।

গলার ব্যাথাঃ
সামান্য গরম জলে তুলসীপাতা দিয়ে সেদ্ধ করে নিয়ে, সেই জল দিয়ে গার্গল করলে বা জল পান করলে আপনার গলার ব্যাথা দ্রুত সেরে যাবে।

সর্দি ও কাশিঃ
সর্দি-কাসি প্রায় প্রত্যেকটি মরসুমের খুব সাধারণ একটি অসুখ যা সবাইকে সমস্যা দেয়। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে গেলে তুলসীপাতা ৫ মিনিট চিবিয়ে রসটি গিলে নিন। তাহলে এই সমস্যার হাত থেকে সহজেই সমাধান পেয়ে যাবেন।

ত্বকের সমস্যাঃ
মাঝে মধ্যেই ত্বকের বিভিন্ন সমস্যা আপনাকে জর্জরিত করে তোলে। ত্বকে বিভিন্ন মরসুমে বিভিন্ন ধ্রনের সমস্যা দেখা যায়। সেই সমস্যা সমাধানের একটি সহজ ও অন্যতম উপায় হল তুলসীপাতার পেস্ট লাগান। তুলসীপাতার পেস্ট তৈরি করে তা ত্বকে লাগালে এই সমস্যাগুলি কমে যায়।

কিডনির সমস্যাঃ
তুলসীপাতা আপনার কিডনীর বেশ কিছু রোগের সমাধান করে দিতে পারে। তুলসীপাতার রস প্রতিদিন একগ্লাস করে পান করলে, কিডনীতে স্টোন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যদি কিডনীতে স্টোন জমে যায় তবে তুলসীপাতার রস টানা ৬ মাস পান করলে সেই স্টোন মূত্রের সঙ্গে বেরিয়ে যায়।

তুলসীর স্বাস্থ্যগুন:
»চর্মরোগে তুলসী পাতা দূর্বাঘাসের ডগার সংগে বেটে মাখলে ভালো হয়ে যায়।
»উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমিয়ে হূৎপিণ্ডের রক্ত সরবরাহের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়।
»হাড়ের গাঁথুনিতে ব্যথা দূর করে এবং শরীরের কাটাছেঁড়া দ্রুত শুকাতে অবদান রাখে।
»ঠাণ্ডা মৌসুমে ছোট বাচ্চাদের তুলসির পাতা খাওয়ালে কৃমি দূর হবে এবং মাংসপেশি ও হাড় হবে শক্তিশালী।
»জ্বর হলে পানির মধ্যে তুলসী পাতা, গোল মরিচ এবং মিশ্রী মিশিয়ে ভাল করে সেদ্ধ করে নিন ৷ অথবা উপরিউক্ত তিনটে দ্রব্য মিশিয়ে বড়ি তৈরি করুন ৷ দিনের মধ্যে তিন-চার বার ঐ বড়িটা পানি দিয়ে সেবন করুণ । জ্বর খুব তাড়াতাড়ি সেরে যাবে।
»কাশি হলে তুলসী পাতা এবং আদা একসাথে পিষে মধুর সঙ্গে মিশিয়ে খান ৷ এতে উপকার পাবেন ৷
»ডাইরিয়া হলে ১০ থেকে বারোটি পাতা পিষে রস খেয়ে ফেলুন।
»মুখের দুর্গন্ধ দূর করতে দিনে ৪-৫ বার তুলসী পাতা চেবান ।
»আপনার শরীরে যদি কোনরকম ঘা যদি থাকে তাহলে তাহলে তুলসী পাতা এবং ফিটকিরি একসঙ্গে পিষে ঘা এর স্থানে লাগান।
»শরীরের কোন অংশ যদি পুড়ে যায় তাহলে তুলসীর রস এবং নারকেলের তেল ফেটিয়ে লাগান, এতে জ্বালাপোড়া কমে যাবে। পোড়া জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং পোড়া দাগ ওঠে যাবে।
»প্রস্রাবের জ্বালাপোড়া দূর করতে হলে তুলসী পাতার রস ২৫০ গ্রাম দুধ এবং ১৫০ গ্রাম জলের মধ্যে মিশিয়ে পান করুন । তুলসি গাছের বীজও যথেষ্ট উপকারী। এর বীজ শুকিয়ে মিহি করে খেলে প্রস্রাবের ইনফেকশনজনিত সমস্যা ভালো হয়। পুরুষত্বহীনতা দূরীকরণে এই পাতার অবদান অপরিহার্য।
»যদি কখনও বমি কিংবা মাথা ঘোরা শুরু করে, তাহলে তুলসী রসের মধ্যে গোলমরিচ মিশিয়ে খেলে বিশেষ উপকার পাওয়া যায়।
»সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে রস পান করলে খাবার রুচী বাড়ে।
»নিয়মিত তুলসীর রস পানে হৃদরোগেও উপকার পাওয়া যায়।
»চোখের সমস্যা দূর করতে রাতে কয়েকটি তুলসী পাতা পানিতে ভিজিয়ে রেখে ওই পানি দিয়ে সকালে চোখ ধুয়ে ফেলুন।
»তেজস্ক্রিয়তার ফলে ক্ষতিগ্রস্থ কোষসমুহকে মেরামত করে।
»তুলসী একশেরও বেশি Phytochemicals বহন করে বলে ক্যান্সার চিকিত্সারয় ব্যবহৃত হয়।
»তুলসীর অ্যালকোহলিক নির্যাস Immune system এর রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বৃদ্ধি করে।
»শ্বসনতন্ত্রের বিভিন্নরোগ যেমন ব্রঙ্কাইটিস, ইনফ্লুয়েঞ্জা, হাঁপানি প্রভৃতি রোগের নিরাময়ক।
»দাঁতের রোগে উপশমকারী বলে টুথপেস্ট তৈরিতে ব্যবহার করা হয
thumbnail

আজীবন সম্মাননা পাচ্ছেন কবরী ও আলমগীর

 আজীবন সম্মাননা পাচ্ছেন কবরী ও আলমগীর, "বিনোদন জগৎ - Entertainment World"
 আজীবন সম্মাননা পাচ্ছেন কবরী ও আলমগীর, "বিনোদন জগৎ - Entertainment World"
দেশের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পঞ্চাশ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে ৫ এপ্রিল রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ওইদিন সুবর্ণ জয়ন্তী উৎসবের পাশাপাশি বাচসাস পুরস্কার প্রদান করা হবে। এবারের ৩৯তম আসরে কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী এবং অভিনেতা আলমগীর পাবেন আজীবন সম্মাননা। পাশাপাশি ৬ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে প্রদান করা হবে অ্যামিরেটস অ্যাওয়ার্ড।

এছাড়া ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো থেকে দেওয়া হবে ঐতিহ্যবাহী বাচসাস চলচ্চিত্র পুরস্কার। এরই মধ্যে বাচসাস জুরি বোর্ড পুরস্কারের জন্য বাছাইকৃত চলচ্চিত্র দেখা সম্পন্ন করেছেন। এবার জুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবীণ সাংবাদিক নরেশ ভূঁইয়া।

Thursday, March 28, 2019

thumbnail

কঙ্গনাকে দিয়ে জোর করে সফট পর্ন বানানোর চেষ্টা, পরনে ছিল না অর্ন্তবাসও, Entertainment World

কঙ্গনাকে দিয়ে জোর করে সফট পর্ন বানানোর চেষ্টা, পরনে ছিল না অর্ন্তবাসও
কঙ্গনাকে দিয়ে জোর করে সফট পর্ন বানানোর চেষ্টা, পরনে ছিল না অর্ন্তবাসও
কঙ্গনা রানাওয়াত মানেই স্পষ্ট কথা। তিনি কখনও কোনও কথা চেপে রাখেন না। যা মনে তাই মুখে। আর এই সত্যি কথা বলার জন্যই তাঁর হাত থেকে অনেক কাজও চলে গিয়েছে। তবুও নিজেকে বদলাননি তিনি। ২০০৬ সালে 'গ্যাংস্টার'-এর হাত ধরেই তাঁর বলিউডে আসা। এর আগে আদিত্য পাঞ্চালির সঙ্গে তাঁর কিছু একটা সম্পর্ক ছিল। যা নিয়ে কানঘুষো চলছিল। তখন কঙ্গনা নিজেই সবার সামনে খুলে দেন আদিত্যর মুখোশ।

সেই রকম ভাবেই কঙ্গনার দাবি তিনি চাইলে খুলে দিতে পারেন বলিউডের অনেকের মুখোশ। সদ্য এক সাক্ষাৎকারে সেন্সর বোর্ডের প্রাক্তন কর্তা পহেলাজ নিহালনির নামে বিস্ফোরক কথা বললেন তিনি। কেরিয়ারের শুরুর দিকে পহেলাজ নাকি কঙ্গনাকে একটি ছবি অফার করেছিলেন। তার জন্য কোনও অন্তর্বাস ছাড়া সিল্কের পোশাক পরে ফোটোশুট করার জন্য জোর করেছিলেন। সেই ফোটোশুট করতে নাকি বাধ্য হয়েছিলেন কঙ্গনা।

এক সাক্ষাত্কারে কঙ্গনা জানান, আই লভ ইউ বস নামের একটা ছবি করার অফার করেছিলেন পহেলাজ। মধ্যবয়সী বসের সঙ্গে যুবতী একটি মেয়ের সম্পর্কের গল্প। ফোটোশুটে একটা সিল্কের পোশাক দিয়েছিলেন। কোনও অন্তর্বাস ছাড়া সেটা পরে ফোটো তুলতে হয়েছিল। কিন্তু গল্পটা সফট পর্ন মনে হয়েছিল। তাই কাজটা করেননি তিনি। ফোটোশুট করতে বাধ্য হলেও ছবিটা করেননি।

About