Showing posts with label "বিনোদন জগৎ - Entertainment World". Show all posts

Thursday, May 2, 2019

thumbnail

‘ভিন্নধর্মী’ নির্মাণের ব্রত নিয়ে ফের পরিচালনায় মিলন



নিজের চিত্রনাট্যে অভিনেতা আনিসুর রহমান মিলন ১৯৯৯ সালে প্রথম নাটক নির্মাণ করেছিলেন। পরের বছর আরেকটি নাটক নির্মাণ করেন। তারপর দীর্ঘ বিরতি, অভিনয়ে মনোযোগী হয়ে কেটে গেছে অনেকটা সময়। হঠাৎ দীর্ঘ দেড় যুগ পর, ২০১৮ সালে একটি টেলিফিল্ম বানান। নতুন খবর হলো, নির্মাণে নিয়মিত হতে চান মিলন। সেই ভাবনা থেকে এবং ভিন্নধর্মী নির্মাণের ব্রত থেকেই এই সিদ্ধান্ত। ইতোমধ্যে ‘আব্বা উকিল ডাকবো?!’ নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করেছেন।

২ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে প্রিয়.কমের সঙ্গে আলাপকালে সাত পর্বের ওই ধারাবাহিক নির্মাণের বিষয়ে কথা বলেন আনিসুর রহমান মিলন। পরিচালনার পাশাপাশি নাটকটির একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।

তিনি বলেন, ‘দর্শকদের ভালোলাগাকে প্রধান্য দিয়েই নাটকটি নির্মাণ করা হচ্ছে। আর আমার কাছে মনে হয়, অভিনয়ের চেয়ে নির্মাণে তুলনামূলক চ্যালেঞ্জটা বেশি। আর আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সেটা চরিত্র নির্বাচনের ক্ষেত্রেই বলি, কিংবা আমার ক্যারিয়ারের কথাই বলি। নির্মাণে কাজ করে নতুন মাত্রা পাওয়া যাবে বলে মনে হয়। সেখান থেকেই নির্মাণে আগ্রহী হওয়া।’

মিলন বলেন, ‘একজন অভিনেতা তো শুধু একটি চরিত্রই তার মধ্যে দেখে, একটা কাজের সময়। কিন্ত একজন নির্মাতাকে এক সঙ্গে আট-দশটা চরিত্র নিয়ে ভাবতে হয়। একসঙ্গে এতোগুলো চরিত্র দেখতে পারাটাও আমার কাছে অসাধারণ মনে হয়।’

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন বিপ্লব হায়দার। ঈদুল ফিতরের সাতদিন টানা প্রচার হবে বেসরকারি এশিয়ান টিভিতে।

এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আমিরুল হক, মম, ফারুক আহমেদ, আ খ ম হাছান, নাজিরা মৌ, ওয়াহিদ ইকবাল মার্শাল, শবনম পারভিন ও সুমিসহ আরও অনেকে। ঢাকার অদূরে পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা কমেডি নাটক বলতে সাধারণত নাটকের মধ্যে আমরা গল্পটা খুঁজে পাই না। আরেকটা বিষয় হলো আগে কমেডি নাটকে বিভিন্ন পরিস্থিতি তুলে ধরে দর্শকদের আনন্দ দেওয়া হতো। কিন্তু এখন সেটা অনেক কমে গেছে। আমার ধারণা এ নাটকে সেটা পাওয়া যাবে। আর পূর্ণাঙ্গ একটা গল্প আছে।’

সম্প্রতি মিলন ‘ইন্দুবালা’ ও ‘ডনগিরি’ ছবির কাজ শেষ করেছেন। আর ‘লীলাবতী’ নামে আরেকটি ছবির শুটিং চলছে। পাশাপাশি ব্যস্ত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্র গাঙচিলের কাজ নিয়ে।

প্রিয় বিনোদন/রুহুল
ট্যাগ: নির্মাণ আনিসুর রহমান মিলন ঢাকা

Tuesday, April 9, 2019

thumbnail

রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় চার আসামি রিমান্ডে

রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় চার আসামি রিমান্ডে
রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় চার আসামি রিমান্ডে
ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহম্মেদ এর আদালতে পাঁচ আসামিকে হাজির করে সাতদিন করে রিমান্ড চায় সোনাগাজী মডেল থানা পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে দেওয়া চার আসামি হলেন আলাউদ্দিন, কেফায়েত উল্লাহ, নূর হোসেন ও শহীদুল ইসলাম। এ মামলায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনকে আদালতে হাজির করা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, পুলিশ আটক সাতজনের মধ্যে ছয় জনকে ফেনী জেলা জজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। বিচারক চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া আটক একজনকে জিজ্ঞাসাবাদর জন্য সোনাগাজী মডেল থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

গত শনিবার সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন দিলে তিনি গুরুতর দগ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে লাইফসাপোর্টে রাখা হয়েছে।

নুসরাত ওই অধ্যক্ষর বিরুদ্ধে দায়ের করা শ্লীলতাহানির মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষর স্বজনরা তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করে বলে পরিবারের অভিযোগ। নুসরাত ওই কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গিয়েছিলেন।

Tuesday, April 2, 2019

thumbnail

বিয়ের আগেই মা হতে যাচ্ছেন এমি - Amy is going to be a mother before marriage

বিয়ের আগেই মা হতে যাচ্ছেন এমি - Amy is going to be a mother before marriage
বিয়ের আগেই মা হতে যাচ্ছেন এমি
ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতে এমি জ্যাকসনের প্রতিপত্তি আর ঝলকানির কথা তো কারও অজানা নয়। এবার তিনি আলোচনায় এলেন একটি ভিন্ন খবর নিয়ে।

আর তা হলো, নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন।  পোস্টে এমি জ্যাকসন লিখেছেন, আমি ছাদে উঠে গোটা বিশ্বকে চিৎকার করে এই খবরটা জানাতে চাই। আর আজকের দিনটা মাতৃদিবস হিসেবে যথার্থ আমার কাছে।

আমি ইতিমধ্যেই পৃথিবীর অন্য সবকিছুর থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছি। আমার ছোট্ট লিব্রা  তোমাকে দেখার জন্য আমাদের আর তর সহ্য হচ্ছে না। এ বছরের ১ জানুয়ারি হবু বর জর্জ  পেনিইয়টের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী।

Friday, March 29, 2019

thumbnail

আজীবন সম্মাননা পাচ্ছেন কবরী ও আলমগীর

 আজীবন সম্মাননা পাচ্ছেন কবরী ও আলমগীর, "বিনোদন জগৎ - Entertainment World"
 আজীবন সম্মাননা পাচ্ছেন কবরী ও আলমগীর, "বিনোদন জগৎ - Entertainment World"
দেশের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পঞ্চাশ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে ৫ এপ্রিল রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ওইদিন সুবর্ণ জয়ন্তী উৎসবের পাশাপাশি বাচসাস পুরস্কার প্রদান করা হবে। এবারের ৩৯তম আসরে কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী এবং অভিনেতা আলমগীর পাবেন আজীবন সম্মাননা। পাশাপাশি ৬ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে প্রদান করা হবে অ্যামিরেটস অ্যাওয়ার্ড।

এছাড়া ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো থেকে দেওয়া হবে ঐতিহ্যবাহী বাচসাস চলচ্চিত্র পুরস্কার। এরই মধ্যে বাচসাস জুরি বোর্ড পুরস্কারের জন্য বাছাইকৃত চলচ্চিত্র দেখা সম্পন্ন করেছেন। এবার জুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবীণ সাংবাদিক নরেশ ভূঁইয়া।

Thursday, March 28, 2019

thumbnail

‘রং নম্বর’-এর মিউজিক লঞ্চ, রূপমের গানের জন্য অপেক্ষা, Waiting for 'Rang Number' Music Launch

‘রং নম্বর’-এর মিউজিক লঞ্চ, রূপমের গানের জন্য অপেক্ষা
‘রং নম্বর’-এর মিউজিক লঞ্চ, রূপমের গানের জন্য অপেক্ষা
স্যান্ডি আর জয়। প্রথম জন স্বচ্ছল আর্থিক পরিবারের সন্তান। গিটাক বাজান, ব্যান্ডে গান গান। রোজগারের বিশেষ চিন্তা নেই। আর দ্বিতীয় জন পেশায় স্কুল শিক্ষক। মধ্যবিত্ত পরিবারের সন্তান। রোজগারের টাকা পাঠাতে হয় বাড়িতে। পেশাদার লেখক হওয়ার স্বপ্ন দেখেন।

এ হেন স্যান্ডি এবং জয়কে ফ্রেমবন্দি করেছেন পরিচালক শুভেন্দু পণ্ডিত। সৌজন্যে তাঁর আসন্ন ছবি ‘রং নম্বর’। সদ্য এই ছবির মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন রূপম ইসলাম। মিউজিক ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন রাহুল মজুমদার। রূপম ছাড়াও তিমির বিশ্বাস, সঞ্চিতা রায়, রাজ বর্মণ গান গেয়েছেন এই ছবিতে।

চিত্রনাট্য অনুযায়ী জয়ের লেখা গান একদিন ইউটিউবে আপলোড করেন স্যান্ডি। আর তা জনপ্রিয় হয়ে যায়। এর পর এই দুই বন্ধুর জীবনে আসে দেয়া এবং শ্রুতি। তার পর? কোন পথে এগোবে ছবির গল্প, তা জানতে গেলে অপেক্ষা আর কিছুদিনের।

সৌরভ এবং বিশ্বজিত্ এই ছবির গল্প এবং চিত্রনাট্য লিখেছেন। সমদর্শী দত্ত, সৌরভ দাশ, সায়নী ঘোষ, দুর্গা, বিশ্বজিত্ চক্রবর্তী, ভরত কলের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।

Wednesday, March 27, 2019

thumbnail

কুয়াকাটায় ধারণকৃত ইত্যাদির নতুন পর্ব প্রচার হবে ২৯ মার্চ

কুয়াকাটায় ধারণকৃত ইত্যাদির নতুন পর্ব প্রচার হবে ২৯ মার্চ
কুয়াকাটায় ধারণকৃত ইত্যাদির নতুন পর্ব প্রচার হবে ২৯ মার্চ
ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পর্যটনশিল্প সমৃদ্ধ ও প্রাচীন নিদর্শণে ধন্য দেশের বিভিন্ন স্থানে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবার ধারণ করা হয়েছে পটুয়াখালী জেলার নৈসর্গিক লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায়। ভৌগলিক অবস্থানের কারণে কেবলমাত্র এই সৈকত থেকেই সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। পেছনে সমুদ্র আর দু’পাশে অর্ধ শতাধিক মাছ ধরার নৌকা রেখে কুয়াকাটার ঐতিহ্য তুলে ধরে নির্মিত মঞ্চে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় এবারের ইত্যাদি। সব সময় রাতের আলোকিত মঞ্চে ইত্যাদি ধারণ করা হলেও কুয়াকাটার এই প্রাকৃতিক রূপ, সাগরের ফেনিল জলের ঢেউ রাতের বেলায় দেখানো সম্ভব নয় বলে সুন্দরবন, রাঙ্গামাটি ও কক্সবাজারের মত এখানেও গোধূলি লগ্নে ইত্যাদির ধারণ শুরু হয়।

আশেপাশে তেমন কোন জনবসতি না থাকলেও অনুষ্ঠান শুরুর আগেই অনুষ্ঠানস্থল কানায় কানায় ভরে যায়। আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ আশেপাশের গাছ ও রাস্তার পাশে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেছেন ইত্যাদির নান্দনিক সব পর্ব। শিকড় সন্ধানী ইত্যাদিতে সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের খুঁজে এনে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। যাতে তাদের কাজ দেখে অন্যেরাও অনুপ্রাণিত হতে পারেন। এছাড়াও গত প্রায় তিন দশক ধরে ইত্যাদি দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অনেক অচেনা-অজানা স্থানকে নিয়ে তথ্য ভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন করছে। এবারের পর্বে রয়েছে পটুয়াখালীর ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত-দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর উপর তথ্য ভিত্তিক প্রতিবেদন।

পটুয়াখালীর সদর উপজেলার নন্দীপাড়ার আবদুর রাজ্জাক বিশ্বাসের সাপের খামারের উপর রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ১৯৯৫ সালের ২৯ সেপ্টেম্বর প্রচারিত ইত্যাদিতে পটুয়াখালী জেলার বাউফলের ধুলিয়া গ্রামের মোতালেবের বর্তমান গ্রাম উন্নয়ন কর্মকান্ডের উপর রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম এবং যশোর জেলার অভয়নগর উপজেলার একটি গ্রামে কৃত্রিম ও প্রাকৃতিক উপায়ে মধু আহরণের উপর রয়েছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন। কুয়াকাটার নবীনপুর গ্রামের মন্নান মাঝির নিঃস্বার্থ মানবিক কর্মকান্ডের উপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। সাগরের মাঝিরা যার নাম দিয়েছেন সাগরবন্ধু। বিদেশি প্রতিবেদনে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকার বিধানিক রাজধানী কেপটাউনে অবস্থিত পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্য টেবিল মাউন্টেনের উপর একটি বিশেষ প্রতিবেদন।

এবারের ইত্যাদিতে মুল গান রয়েছে একটি। যেহেতু ইত্যাদি এখন দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ধারণ করা হয় এবং সেই অঞ্চলের শিল্পীদের দিয়েই গান করানো হয়, সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ‘আমি কথা বলি দেশের মাটির জন্যে, আমার কণ্ঠে গান আসে এই দেশের রূপ লাবন্যে’, খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। এছাড়াও পটুয়াখালীকে নিয়ে লেখা একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন পটুয়াখালীরই স্থানীয় নৃত্যশিল্পীবৃন্দ। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন প্রতিক হাসান ও অনিকা। আর কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল। দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান পটুয়াখালী ও কুয়াকাটাকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে হাজার হাজার দর্শকের মাঝখান থেকে ৩ জন দর্শক নির্বাচন করা হয়।

২য় পর্বে নির্বাচিত দর্শকরা আঞ্চলিক ভাষায় কুয়াকাটার বিভিন্ন দর্শণীয় স্থান নিয়ে লেখা একটি নাট্যাংশে অভিনয় করেন। যা ছিল বেশ উপভোগ্য। নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষè নাট্যাংশ। ভেজালের বেড়াজাল, সংগীতের সঙ্গীন অবস্থা, তথ্য ব্যবসার ব্যাপকতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের কুপ্রভাব, তোষামোদে খোশ আমোদে, রান্নাবান্না ও কান্নাসহ বিভিন্ন বিষয়ের উপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মত এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা ও মামুন। গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ মার্চ, শুক্রবার রাত ৮ টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্মেটিকস্ লিমিটেড।
thumbnail

ধর্মীয় জীবনযাপন বেছে নিলেন চিত্রনায়িকা আন্না, Ananya chose to live a religious life

ধর্মীয় জীবনযাপন বেছে নিলেন চিত্রনায়িকা আন্না, Ananya chose to live a religious life
ধর্মীয় জীবনযাপন বেছে নিলেন চিত্রনায়িকা আন্না, Ananya chose to live a religious life
এক সময়ের চিত্রনায়িকা আন্না চলচ্চিত্র ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি এখন ধর্ম-কর্ম নিয়ে জীবনযাপন করছেন। তিনি বলেন, আমি আল্লাহর পথে চলছি। আমি আর অভিনয় কিংবা নাচ, কোনোটাতেই কাজ করব না। সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি। আল্লাহতায়ালার এবাদত বন্দেগিতেই নিজেকে ব্যস্ত রাখছি। এর পাশাপাশি আমার ব্যবসায় সময় দিচ্ছি। আন্না বলেন, আল্লাহর পথে থেকে ঈমানের সঙ্গে যাতে মৃত্যুবরণ করতে পারি, সকলের কাছে এই দোয়া চাই।

উল্লেখ্য, আশরাফ আন্না ২০০৬ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন। এদিকে সিনেমা থেকে বিদায় নিয়ে বেশ কয়েক জন নায়িকা ধার্মিক জীবনযাপনে নিজেকে সঁপে দিয়েছেন। প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী শাবানা চলচ্চিত্র ছেড়ে একেবারে লোকচক্ষুর অন্তরালে চলে যান। ধর্মীয় জীবনযাপন বেছে নিয়েছেন।

এক সময়ের বহুল সমালোচিত নায়িকা ময়ূরী নিজেকে পুরোপুরি বদলে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করেছেন। সংসার করার পাশাপাশি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর কাজ করছেন।

Tuesday, March 26, 2019

thumbnail

গানটির সুর শুনে দু’রাত ঘুমাতে পারিনি: সাবিনা ইয়াসমীন - বাংলানিউজ, "বিনোদন জগৎ - Entertainment World"

গানটির সুর শুনে দু’রাত ঘুমাতে পারিনি: সাবিনা ইয়াসমীন
গানটির সুর শুনে দু’রাত ঘুমাতে পারিনি: সাবিনা ইয়াসমীন

মহান স্বাধীনতা দিবস মঙ্গলবার (২৬ মার্চ)। আজ থেকে ৪৮ বছর আগে লাখো প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা।


মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো প্রেরণা-সাহস-শক্তি জুগিয়েছিল। মুক্তিযুদ্ধ পরবর্তী কিংবা দেশ স্বাধীন হওয়ার পর জাতির বীর সন্তানদের নিয়ে তৈরি হয়েছে বেশ কিছু কালজয়ী দেশাত্মবোধক গান। এ তালিকার অন্যতম সেরা গান ‘সব কটা জানালা খুলে দাও না’।

নজরুল ইসলাম বাবুর কথায় আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে গানটি গেয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গানটি তৈরি সময়কার গল্প নিয়ে গুণী এই শিল্পী কথা বলেছেন বাংলানিউজের সঙ্গে।

বাংলানিউজ: ‘সব কটা জানালা খুলে দাও না’ কত সালে তৈরি হয়েছিল?
সাবিনা ইয়াসমীন: সম্ভবত ১৯৮২ সালের দিকে। আহমেদ ইমতিয়াজ বুলবুল কিছু দেশাত্মবোধক গান নিয়ে এসে আমাকে বলল, ‘আপা আপনাকে দিয়ে কিছু দেশাত্মবোধক গান করাতে চাই।’ তখন বুলবুলকে আমার কাছে অনেক ছোট মনে হয়েছিল। আমি মজা করেই তাকে বললাম, ‘তুমি পিচ্ছি ছেলে আমাকে দিয়ে কী গান করাবে?’ তারপর আগ্রহ নিয়ে তার কিছু গান দেখলাম। এ গানটা দেখা মাত্রই আমার মধ্যে দারুণ একটা অনুভূতি কাজ করে। বুলবুলের গানটি করতে রাজি হয়ে গেলাম। আমার কাছে মনে হয়, স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির বীর সন্তানদের নিয়ে নজরুল ইসলাম বাবুর লেখায় বুলবুলের অন্যতম সেরা গান এটি-ই।

বাংলানিউজ: গানটা প্রথম কবে প্রকাশ পায়?
সাবিনা ইয়াসমীন: সে সময়ে (১৯৮২) বিটিভিতে আমার আট গান নিয়ে একটা অনুষ্ঠান হতো। আধুনিক ও দেশাত্মবোধক গানের মিশ্রণে। বুলবুলের করা সুর শুনে গানের খুব গভীরে হারিয়ে গিয়েছিলাম। তারপর গানটি বিটিভিতে প্রথম গাই। চারদিক থেকে আসতে লাগলো প্রশংসা আর বাহবা...। তারপরের গল্প তো সবারই জানা।

বাংলানিউজ: গানটি পড়ে প্রথমে কী মনে হয়েছিল?
সাবিনা ইয়াসমীন: আসলে আমি তো ভাবতাম-মাটি, বৃক্ষ, ফুল, ফল, নদী এসব নিয়ে দেশের গান হয়। ‘সব কটা জানালা খুলে দাও না/ওরা আসবে চুপি চুপি’ এমন কথায় দেশের গান হতে পারে, এর আগে অবগত ছিলাম না। তবে গানের এমন ভাবনাটা-ই আমাকে ভাবিয়েছিল খুব। গানের সুর শুনে দু’রাত ঘুমাতে পারিনি। বুলবুল আমার এ কথা শুনে কী যে খুশি হয়েছিল…।

বাংলানিউজ: আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা-সুরে আপনি অনেক বেশ কিছু দেশের গান করেছেন। সবগুলো গানই মানুষের হৃদয়ের গান হয়ে আছে। কিন্তু তিনি এখন পৃথিবীতে নেই। ওনার জন্য নিশ্চয় মন খারাপ হয়...
সাবিনা ইয়াসমীন: মন খারাপের কথা বলে তো আর শেষ করা যাবে না। সেটা থাক, বলে বোঝাতে পারবো না। শুধু এইটুকু বলি-বুলবুল স্বাধীনতা পরবর্তীতে মুক্তিযোদ্ধা এবং তাদের আত্মার জন্য গান বানিয়েছে। আমি চাই আমরা সবাই তার আত্মার জন্য দোয়া-প্রার্থনা করি।

বাংলানিউজ: আপনি কিছু একটা বলতে চেয়েছিলেন…
সাবিনা ইয়াসমীন: হ্যাঁ, গানটি আমি দেশ-বিদেশের বহু জায়গায় গেয়েছি। আমার গাওয়ার সময় অনেক মানুষকে আমি বিভিন্ন জায়গায় সামনাসামনি কাঁদতে দেখেছি। তাদের কান্না দেখে আমিও কেঁদেছি। ‘সব কটা জানালা খুলে দাও না’ তৈরির দু’জন মানুষ আজ নেই। তাদের আত্মা শান্তিতে থাকুক। সকল মুক্তিযোদ্ধা-জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

- From "বাংলানিউজ"

Monday, March 25, 2019

thumbnail

দ্বিতীয় স্বামীর আরেক স্ত্রীর কথা জানেন না সালমা, বিনোদন জগৎ - Entertainment World

দ্বিতীয় স্বামীর আরেক স্ত্রীর কথা জানেন না সালমা, বিনোদন জগৎ - Entertainment World
এ বছরের শুরুতে ক্লোজআপ ওয়ান খ্যাত মৌসুমী আকতার সালমা দ্বিতীয় বিয়ের খবরটি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন। ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেছিলেন। বিয়ের খবর প্রকাশের তিন মাস পর জানা গেল, সালমার বর্তমান স্বামী আগেই আরেকটি বিয়ে করেছেন। কক্সবাজারের মেয়ে, ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে ২০১৪ সালের ৩ জুন বিয়ে হয় তাঁর। প্রথম স্ত্রীকে না জানিয়েই তিনি সালমাকে বিয়ে করেন। সংবাদমাধ্যমে সালমার সঙ্গে সাগরের বিয়ের খবরটি প্রকাশের পরই প্রথম স্ত্রীর পরিবার জানতে পারেন। বিয়ের খবর প্রকাশের আগেই কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ প্রথম স্ত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। জানতে চাইলে প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন প্রথম স্ত্রীর পরিবার।

প্রথম স্ত্রীর পরিবার জানান, ৭ অক্টোবর সাগরকে লন্ডন যায়। সেদিন দুই পরিবারের সদস্যরা তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানায়। লন্ডনে পৌঁছার পর সাগর নিজে থেকে যোগাযোগ করেনি। তার খবর জানতে ফোন করা হলে খারাপ ব্যবহার করত। কথাবার্তাও সন্দেহজনক মনে থাকে থাকে। আস্তে আস্তে সম্পর্ক খুব বাজে আকার ধারণ করে। বাধ্য হয়েই গত বছরের ১৯ নভেম্বর কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মামলা করা হয়।

প্রথম স্ত্রীর পরিবার বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাগর ও তাঁর বাবা-মাকে খুঁজছে। অবশ্য এ ব্যাপারে সাগরের স্ত্রী সংগীতশিল্পী সালমা প্রথম আলোকে বলেছেন, তাঁর স্বামী এখন লন্ডনে আছেন।

সালমার স্বামী সানাউল্লাহ নূরে সাগরের বিরুদ্ধে দায়ের করা মামলা নম্বর ২৫৪। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (গ), ১১ (গ)/৩০ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সালমার দ্বিতীয় স্বামী সানাউল্লাহ নূরে ও তাঁর বাবা-মাকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য ময়মনসিংহের হালুয়াঘাট থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান।

দ্বিতীয় স্বামীর আরেক স্ত্রীর কথা জানেন না সালমা, বিনোদন জগৎ - Entertainment World
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ৩ জুন সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে কক্সবাজারের মেয়ের বিশ লাখ টাকা কাবিনে বিয়ে হয়। ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বিয়ের পর থেকে নানাভাবে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন সাগর। শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। মেয়ের কথা চিন্তা করে সাগরকে তিন কিস্তিতে দশ লাখ দেন। সেই টাকায় সানাউল্লাহ নূরে সাগর যুক্তরাজ্যে ‘বার অ্যাট ল’ পড়তে যান। এর মধ্যে বাংলাদেশে এসে কাউকে না জানিয়ে সাগর ক্লোজআপ তারকা সালমাকে গোপনে বিয়ে করেন এবং নিজেকে অবিবাহিত দাবি করেন। কিন্তু সংবাদমাধ্যমের বদৌলতে সালমার সঙ্গে বিয়ের খবর জানাজানি হয়। সাগর ও তাঁর বাবা-মাকে খুঁজছে।

স্বামী সাগরের বিরুদ্ধে মামলার বিষয়টি নিয়ে প্রথম আলোর পক্ষ থেকে সালমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মামলা ও বিয়ের খবরটি আমার জানা নেই। আমার স্বামী তো সেপ্টেম্বর থেকে দেশের বাইরে, তাঁর বিরুদ্ধে কীভাবে নারী নির্যাতনের মামলা করে!’

আপনার স্বামী নাকি পলাতক। তিনি এখন কোথায় আছেন? ‘আমার স্বামী এখন লন্ডনে আছেন।’ বললেন সালমা।

দ্বিতীয় স্বামীর আরেক স্ত্রীর কথা জানেন না সালমা, বিনোদন জগৎ - Entertainment World
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে এই ধরনের কোনো গ্রেপ্তারি পরোয়ানা আসেনি। কোনো অভিযোগ পেলে তখন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়ার মেয়ে মৌসুমি আক্তার সালমা সংগীত রিয়্যালিটি শো ‘ক্লোজআপ-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন। এরপর কয়েকটি লোকগান গেয়ে সালমা পরিচিতি পান। ২০১১ সালের ২৫ জানুয়ারি সালমা ও শিবলী সাদিক বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্নেহা নামে তাঁদের ঘরে সাত বছরের কন্যাসন্তান আছে। বর্তমানে মেয়ে তার বাবার কাছে রয়েছে।

Wednesday, March 20, 2019

thumbnail

অঞ্জনার নাম তো সবাই শুনেছেন। কিন্তু জানেন কে সেই মনির খানের অঞ্জনা? এখন সে কোথায় থাকে?

মনির খানের অঞ্জনা "বিনোদন জগৎ - Entertainment World", 
অঞ্জনার নাম তো সবাই শুনেছেন। কিন্তু জানেন কে সেই মনির খানের অঞ্জনা? এখন সে কোথায় থাকে?

মনির খানের বাল্যকাল কেটেছে নিজ গ্রামেই। বন্ধুদের সাথে খেলাধুলা, ছোটাছুটি, পুকুরে সাঁতারকাটা আর মাছ ধরা ইত্যাদি এক আনন্দঘন পরিবেশে বেড়ে উঠেছেন মনির খান। এত কিছুর মধ্যেও ছোট বেলা থেকেই তার গানের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল। এলাকার অনেক ওস্তাদের কাছে গান শিখেছেন। তবে সঙ্গীতের হাতেখড়ি হয় মূলত ওস্তাদ রেজা খসরুর কাছে। পরবর্তীতে স্বপন চক্রবর্তী, ইউনুস আলী মোল্লা, খন্দকার এনায়েত হোসেনসহ আরও কয়েকজন ওস্তাদের কাছে তিনি গানের তালিম নিয়েছেন। বাগেরহাট জেলার বাসিন্দা খন্দকার এনায়েত হোসেন ১৯৮৮ সাল থেকে কালিগঞ্জ গুঞ্জন শিল্পীগোষ্ঠি একাডেমীতে ১৫ দিন পর পর এসে গান শেখাতেন।

সঙ্গীতের ভিত্তি গড়ে উঠেছে মূলত ওস্তাদ খন্দকার এনায়েত হোসেনের কাছেই। ১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন। ১৯৯১ সালের ৫ই সেপ্টেম্বর এখান থেকে এন. ও. সি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকা শহরে মনির খানকে আশ্রয় দেয়ার মত কোন আত্মীয় স্বজন ছিল না। তাকে আশ্রয় দিয়েছিলেন নিজ গ্রামের চাচাতো ভাই সম্পর্কে নূরুজ্জামান খোকন। তিনি মনিরকে ঢাকায় পাঠানোর জন্য তার বাবাকে অনুরোধ করেছিলেন।

মনির খান ঢাকাতে আসার পর তার প্রতিবেশী খোকন ভাই মনিরকে বড় ভাই ও পিতার মত করে আগলে রেখেছিলেন দীর্ঘদিন। ঢাকাতে আসার পরও তিনি বেশ কিছু ওস্তাদের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবুবক্কার সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ, অনুপ চক্রবর্তীসহ আরও অনেকে। তিনি যখন যার মধ্যে ভাল কিছু পেয়েছেন সেগুলি নিজের আয়ত্বে নেয়ার চেষ্টা করেছেন।

এইভাবে বেশ কিছুদিন যাবার পর তিনি অডিও মার্কেটে একটি স্থান নেবার কথা ভাবলেন। চিন্তা অনুযায়ী কাজ শুরু করলেন। গান সংগ্রহ করতে দেশের অনেক বড় বড় গীতিকারদের কাছে যেতে শুরু করলেন। এদের মধ্যে রয়েছেন কুটি মনসুর, আব্দুল হাই আল হাদী, লিয়াকত আলী বিশ্বাস, মিল্টন খন্দকার, মোঃ রফিকউজ্জামান, গাজী মাজহারুল আনোয়ারসহ আরও অনেকে। বয়স অল্প থাকাতে এত বড় বড় গীতিকারদের সান্নিধ্যে পাবার মত সাহস তার ছিল না। একদিন সাহস করেই তিনি কুটি মনসুরের কাছে গেলেন। কুটি মনসুর মনির খানের সাথে স্নেহসূলভ আচরণ করলেন।



তিনি মনিরের গান শুনে তাকে দারুণভাবে উৎসাহিত করলেন। মূলত কুটি মনসুরের উৎসাহে উৎসাহিত হয়ে মনির খান বাজারে নিজের গাওয়া গানের ক্যাসেট বের করার সিদ্ধান্ত নিলেন। জনপ্রিয় গীতিকার মিল্টন খন্দকারের সান্নিধ্য পাবার চেষ্টা করলেন। অডিও মার্কেটে তখন মিল্টন খন্দকারের গানের চাহিদা ছিল ব্যাপক। দীর্ঘদিন চেষ্টার পর তিনি মিল্টন খন্দকারের সাক্ষাৎ পেলেন। মিল্টন খন্দকার মনিরকে তার বাসায় নিয়ে গেলেন এবং মনিরের গান শুনে খুশী হয়ে তার কণ্ঠে গাওয়া গানের একটি ক্যসেট বের করতে রাজি হলেন।

ক্যাসেট বের করতে স্কুল শিক্ষক বাবার কাছ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে এসেছিলেন। কিন্তু মিল্টন খন্দকার পুরো টাকাটা তার বাবাকে ফেরৎ দিতে বললেন। মনিরের ক্যাসেট বের করার সমস্ত দায়িত্ব নিজ কাঁধে নিলেন। ক্যাসেট বের করার উদ্দেশ্যে মনির আরও ভাল ভাবে গান চর্চার মাধ্যদিয়ে নিজেকে একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে তৈরী করতে চেষ্টা করলেন।

নিজেকে প্রস্তুত করতে মনিরের সময় লেগেছিল ১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত দীর্ঘ চার বছর। ১৯৯৬ সালে তার প্রথম ক্যসেট বের হয় ‘তোমার কোন দোষ নেই’ শিরোনামে। ক্যাসেটটি দারুণ জনপ্রিয়তা পায়। ক্যাসেটটি জনপ্রিয়তা পাবার পর মনির খান রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। এরপর মনির আর থেমে থাকেননি। পরবর্তীতে তিনি একের পর এক বেশ কয়েকটি ক্যাসেট বের করেছেন।

এর মধ্যে অন্যতম হচ্ছে ‘তোমার কোন দোষ নেই’, ‘সুখে থাকা হলো না আমার’, ‘জোর করে ভালবাসা হয় না’, ‘অনেক স্বপ্ন ছিলো তোমাকে নিয়ে’, ‘আবার কেন পিছু ডাকো’, ‘কত সুখে আছি আমি’, ‘কেন তুমি এতটা পাষান’, ‘সে তো আর ফিরে এলো না’, ‘এ কূল আর ও কূল হারালাম দু’কূল’ ইত্যাদি। ২০০৪ সাল পর্যন্ত তার মোট একক ক্যাসেটের সংখ্যা প্রায় ২০টি। প্রায় ৭০টির মত মিশ্র ও ডুয়েট ক্যসেটে তার গান রয়েছে। মনির খানের মোট গানের সংখ্যা সহশ্রাধিক। প্রায় প্রতিটি ক্যসেটেই তিনি সফলতা পেয়েছেন। উল্লেখ্য যে, মনির খানের উত্থানের পেছনে ‘তোমার কোন দোষ নেই’ ক্যাসেটটির যে জনপ্রিয়তা তার একক কৃতিত্বের দাবিদার মিল্টন খন্দকার।
thumbnail

সানায়ার গোসল দৃশ্য ভাইরাল - "বিনোদন জগৎ - Entertainment World"

সানায়ার গোসল দৃশ্য ভাইরাল - "বিনোদন জগৎ - Entertainment World"
উইকি বলছে বয়স ২৪। তবে তাতে কী? এই বয়সেই শরীর তৈরির নেশায় মেতেছেন সানায়া। দেখিয়ে দিয়েছেন তিনি কতটা ফিট। বয়স যতই হোক দেখে মনে হয় তিনি এখনও অষ্টাদশী। বারবার সৌন্দর্য, আভিজাত্য ও লাবন্যে বারবার সকলকে সম্মোহিত করেছেন সানায়া। এবারও তেমনটাই করলেন। সেই রকম তিনটি ভাইরাল ভিডিও এখানে আপনাদের সাথে শেয়ার করা হলো।

সানায়ার গোসল দৃশ্য ভাইরাল - "বিনোদন জগৎ - Entertainment World"
বাথটাবে স্নান করছেন সানায়া। সেখানে বসতে বারবার পিছলে যাচ্ছেন তিনি। আর তাতে হেসে গড়িয়ে পড়ছেন বঙ্গ ললনা। সম্প্রতি সানায়ার এই স্নানের ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু ভিডিওর কারণ জানা যায়নি। তবে কিছু ভিডিও মডেল ফটোশট থেকে নেও।

প্রসঙ্গত ব্যক্তিগত জীবনে গোসল করার বিষয়ে বিশেষ কিছু অভ্যাস ও পছন্দ রয়েছে প্রাক্তন মিস ইউনিভার্সের। সানায়ার বাড়িতে তাঁর স্নান করার বাথটাব রয়েছে খোলা টেরেসে। কারণ কিনি নাকি স্নানের সময় খোলা আকাশ, চাঁদ তারাদের দেখতে পছন্দ করেন।

"বিনোদন জগৎ - Entertainment World" পেজ এবং সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না। মূলত মিডিয়া জগৎ প্রতি দিন ঘটে যাওয়া জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়। এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে ওয়েবসাইট Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন, আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব। ধন্যবাদ "বিনোদন জগৎ - Entertainment World" এর সাথে থাকার জন্য।

About