Thursday, May 2, 2019

thumbnail

‘ভিন্নধর্মী’ নির্মাণের ব্রত নিয়ে ফের পরিচালনায় মিলন



নিজের চিত্রনাট্যে অভিনেতা আনিসুর রহমান মিলন ১৯৯৯ সালে প্রথম নাটক নির্মাণ করেছিলেন। পরের বছর আরেকটি নাটক নির্মাণ করেন। তারপর দীর্ঘ বিরতি, অভিনয়ে মনোযোগী হয়ে কেটে গেছে অনেকটা সময়। হঠাৎ দীর্ঘ দেড় যুগ পর, ২০১৮ সালে একটি টেলিফিল্ম বানান। নতুন খবর হলো, নির্মাণে নিয়মিত হতে চান মিলন। সেই ভাবনা থেকে এবং ভিন্নধর্মী নির্মাণের ব্রত থেকেই এই সিদ্ধান্ত। ইতোমধ্যে ‘আব্বা উকিল ডাকবো?!’ নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করেছেন।

২ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে প্রিয়.কমের সঙ্গে আলাপকালে সাত পর্বের ওই ধারাবাহিক নির্মাণের বিষয়ে কথা বলেন আনিসুর রহমান মিলন। পরিচালনার পাশাপাশি নাটকটির একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।

তিনি বলেন, ‘দর্শকদের ভালোলাগাকে প্রধান্য দিয়েই নাটকটি নির্মাণ করা হচ্ছে। আর আমার কাছে মনে হয়, অভিনয়ের চেয়ে নির্মাণে তুলনামূলক চ্যালেঞ্জটা বেশি। আর আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সেটা চরিত্র নির্বাচনের ক্ষেত্রেই বলি, কিংবা আমার ক্যারিয়ারের কথাই বলি। নির্মাণে কাজ করে নতুন মাত্রা পাওয়া যাবে বলে মনে হয়। সেখান থেকেই নির্মাণে আগ্রহী হওয়া।’

মিলন বলেন, ‘একজন অভিনেতা তো শুধু একটি চরিত্রই তার মধ্যে দেখে, একটা কাজের সময়। কিন্ত একজন নির্মাতাকে এক সঙ্গে আট-দশটা চরিত্র নিয়ে ভাবতে হয়। একসঙ্গে এতোগুলো চরিত্র দেখতে পারাটাও আমার কাছে অসাধারণ মনে হয়।’

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন বিপ্লব হায়দার। ঈদুল ফিতরের সাতদিন টানা প্রচার হবে বেসরকারি এশিয়ান টিভিতে।

এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আমিরুল হক, মম, ফারুক আহমেদ, আ খ ম হাছান, নাজিরা মৌ, ওয়াহিদ ইকবাল মার্শাল, শবনম পারভিন ও সুমিসহ আরও অনেকে। ঢাকার অদূরে পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা কমেডি নাটক বলতে সাধারণত নাটকের মধ্যে আমরা গল্পটা খুঁজে পাই না। আরেকটা বিষয় হলো আগে কমেডি নাটকে বিভিন্ন পরিস্থিতি তুলে ধরে দর্শকদের আনন্দ দেওয়া হতো। কিন্তু এখন সেটা অনেক কমে গেছে। আমার ধারণা এ নাটকে সেটা পাওয়া যাবে। আর পূর্ণাঙ্গ একটা গল্প আছে।’

সম্প্রতি মিলন ‘ইন্দুবালা’ ও ‘ডনগিরি’ ছবির কাজ শেষ করেছেন। আর ‘লীলাবতী’ নামে আরেকটি ছবির শুটিং চলছে। পাশাপাশি ব্যস্ত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্র গাঙচিলের কাজ নিয়ে।

প্রিয় বিনোদন/রুহুল
ট্যাগ: নির্মাণ আনিসুর রহমান মিলন ঢাকা

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About